নির্বাচিত সৌভাগ্যবানরা: যারা হিসাব-নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে

রাসূলুল্লাহ ﷺ তাঁর উম্মতকে এমন এক বিশেষ দলের সুসংবাদ দিয়েছেন, যাদের আল্লাহ্‌ ﷻ কোনরূপ হিসাব-নিকাশ ও শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। এরা তারা, যারা ঈমান, তাকওয়া, সৎকর্ম এবং আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্যে অগ্রগামী ছিল। তাদের ঈমান ছিল বিশুদ্ধ, তাদের তাওয়াক্কুল ছিল পূর্ণাঙ্গ, এবং তাদের নির্ভরতা ছিল কেবলমাত্র আল্লাহর উপর—শিরক, কুসংস্কার কিংবা ভ্রান্ত ধারণা থেকে মুক্ত।

আত্নগঠন ও মান উন্নয়ন

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ > "হে ঈমানদারগণ! তোমরা ইসলামে প্রবেশ করো সম্মিলিতভাবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।" সূরা: আল-বাকারা (2:208)