By the oath of time. Indeed, mankind is in deep loss. Except for those who believe, do righteous deeds, and encourage one another to uphold the truth and to be patient.
আসমানসমূহে ও যমীনে যা আছে, তা একমাত্র আল্লাহর জন্যই। তোমাদের মনে যা আছে, তা প্রকাশ কর বা গোপন রাখ; আল্লাহ সেগুলোর হিসেব তোমাদের কাছ থেকে নেবেন। অতঃপর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে শাস্তি দিবেন। আর আল্লাহ সবকিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।
হে ঈমানদারগণ! তোমরা পরস্পরের ধন-সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না। লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দির ভিত্তিতে। আর নিজেকে হত্যা করো না। নিশ্চিত জানো, আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করবো। আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। (সূরা আন নিসা)